Justice for Joni Bhai

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় নির্মমভাবে খুন হয়েছেন দশম শ্রেণির ছাত্র জনি দাস। ভোররাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

তার বড় ভাই জীবন দাস জয় বাধা দিতে গিয়ে আহত হন।

আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
Candlelight for Joni
আমরা বিচার চাই
📘 Facebook-এ শেয়ার করুন